ফোনে আজ নতুন কথা,
লাজুক সুরে ব্যাখ্যা,
আপনি কেমন আছেন,
শোনাই অজানা ভাষা।
আমি তুমিই বলি তারে,
সহজ স্বপ্নের ধারে,
সে মেপে চলে ভদ্রতা,
নীরব মন যে হারে।
আপনি দূরের আড়ালে,
ভয় ঢেকে রাখে তালে,
তবু কণ্ঠ কাঁপে কাছে,
ভালোবাসা বাজে গালে।
নরম সুরের লুকোনো হাসি,
কত কথা বসে বাসি,
ভাষাহীনও বোঝে প্রাণ,
দূরে থেকেও জানে ভালোবাসি।