রক্তজবা, তোমার নামেই লুকিয়ে ছিল
একটা দগ্ধ আগুন,
যে আগুনে পুড়েছিল আমার সমস্ত আকাশ!
তোমার লাল রঙে ঢেকে গিয়েছিল
আমার শৈশবের সরলতা;
কবিতার খাতায় লেখা প্রথম প্রেমপত্র।
তুমি ছিলে এক ভোরের রোদ্দুর,
যে রোদে চোখ মেলে দেখেছিলাম
স্বপ্ন আর বাস্তবের তফাৎ।
তোমার হাসিতে ছড়িয়েছিল যে আলো,
আজ তা যেন কেবলই এক ম্লান সুর্যাস্তের স্মৃতি!
তুমি চলে যাওয়ার পূর্বে—
রেখে গিয়েছিলে কিছু লাল পাপড়ি,
যা ঝরে পড়েছিল কালের বুকে,
আজও আমি সেই পাপড়ি গুলো দেখি, স্পর্শ করি,
আর অনুভব করি তোমার অনুপস্থিতির চিৎকার।
রক্তজবা,
তোমার ছায়ায় গড়ে ওঠা স্বপ্নগুলো আজও আমার বুকে বাঁচে,
যেন এক বুনো ঝড়ের পরে পৃথিবী জুড়ে ফেলে রাখা
একটি শূন্য লাল বাগান।