♦সম্মানিত পাঠকবর্গের  সুবিধার্থে  করোনা-১,২,৩ এবং ৪ নং পর্ব একত্রে প্রকাশ করা হলো।


            ★
দিন-মাস তারিখ
নাই কিছু ঠিক,
ঘড়ি দেখা গেছি ভুলে
পড়ালেখা আর দিক।


জানালার শিক, ঘরের টাইলস
গুনে কাটে আমার দিন,
মাঝেমাঝে রাতের তারা
কিংবা ঘুমহীন।


বইয়ের পাতায় মুখ গুঁজে
নিরাশাকে আশা করে,
মাঝে মাঝে গুগল ম্যাপে
ঘুরে আসি মর্ত হতে।


চলছে না কোন ট্রামগাড়ি
চলছে না আর অ্যারোপ্লেন,
চলছে শুধু সময়
আর থেমে আছি আমি।


বিশ্বের যত পরাশক্তি
ভেঙে গেছে আজ তাদের অস্থি,
সৃষ্টির সেরা মানুষ
হয়েছে আজ ধরাশায়ী।


ডাক্তার আছে, পিপিই নাই
নাই  পর্যাপ্ত আইসিইউ,
করোনার চেয়ে শক্তিশালী মোরা
হবে না মোদের কিছুই।


গুজব আর বিনোদন খেয়ে
কাটছে দিন অনাহারে,
সরকারি ত্রাণ ঘরে ঘরে
পড়শীর ছেলে ক্ষুধায় মরে।


তেল চোর, চাল চোর
দেখি আমি সংসদে,
বাড়ির পাশের পাতি চোরও
ছাড়েনা তাদের ভৎসাতে।


জ্বলে উঠুক আশার আলো
পূব আকাশের সূর্যের ন্যায়,
রুপালী চাঁদের স্নিগ্ধতায়
মিশে যাক সব দুঃখ-কষ্ট।


আঁধার কেটে আলোর রেখা
ফুঁটে  উঠুক গগনে,
মানুষ আবার ছুটে চলুক
স্বপ্ন নীড়ের সন্ধানে।


থেমে যাক মৃত্যুর মিছিল
রেখে যাক শান্তির পদচিহ্ন,
পৃথিবী ফিরুক পূর্বের রঙে
রাঙিয়ে যাক সকলের হৃদয়।