নির্জনতার সাথে আমার আত্মার সম্পর্ক
কোলাহলের সাথে জীবন-মৃত্যুর,
আলো-আঁধারের সাথে করে বেড়াই সন্ধি
আপনার মায়াজালে আপনাই আজ বন্দি।
স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন
দেখি আমি নির্ভয়ে,
অপূর্নয়ের মিথ্যে ভয়
পারেনা আমায় দমাতে।
আমি মরুর বুকে অশ্বের থাবা
সাগরের বুকের ঘূর্ণি,
আমি ঊষার প্রাতের ধুলিকনার ন্যায়
স্বচ্ছ অগ্নিকুণ্ড।
আমি সর্বভুক, আমি দাবানল
আমি হিংসার বুকে হিংস্র ঘাত,
আমি ত্রাস সহসা মানুষের মনে
জলন্ত উল্কাপিণ্ড।
আমি ক্রন্দন, আমি ভিখারি
আমি শোক-তাপ-দুঃখ,
আমি পৃথিবী থেকে ধন চুরি
করি নির্ধনের মাঝে উন্মুক্ত।
আপনার সুখ বিসর্জনে
দুঃখ আমার অন্যের দুঃখে,
সুখ লাভের আকাঙ্ক্ষাই
অন্যের সুখে সুখি রয়ে যায়।
সংকীর্ণ হৃদয় মোর
আকুঞ্চিতের জন্যে,
আকাশের মত বিস্তৃত মন
অসংকুচিতের জন্যে।
আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া
প্রকৃত সর্বনাশা,
আমি কালো মেঘের ডাক
আঁধারের বুকে আছড়ে পড়া আঘাত।
আমি ফুলের সুবাস
আমি নর্দমায় ভাসা কীট,
আমি মানব মনে মায়ার স্থান
ধ্বংসের আশীবিষ।
আমি ভালোবাসা, আমি ঘৃনা
আমি কাঁঠালচাপার গন্ধ,
আমি ছোট্ট বালকের কন্ঠের ন্যায়
মসৃণ প্রশস্ত।
নির্ভয়ে চলা সৈনিক
আমি নিশ্চুপ শিকারি,
মহাসাগরীয় জলোচ্ছ্বাস
আমি শান্ত নদীর ঢেউ।
বাতাসের বেগে ছুটে চলা মন
যাহা চাই তাই করে,
মহাজাগতিক কোন দুঃসাহস
পারেনা আমায় থামাতে।
নেই কেউ মোর তুল্য
যোদ্ধা আমি নই ক্লান্ত,
ছুটে চলি অবিশ্রান্ত
আমি আমার সমতুল্য।