চলো না হেটে যাই,
মেঠো পথ পেরিয়ে
স্বপ্নের শহরে দুজনে।


তুমি আর আমি আমরা হয়ে
দুহাত এক করে,
পাশাপাশি হাটবো দুজন
সন্ধে নামার পরে।


চুপটি করে এতো কি ভাবছো
এখনো কি পারোনি আমায় মানতে?
আমি কিন্তু একটা জনম পার করে দিতে রাজি
শুধু ভালোবাসি কথাটা শুনতে।
কখনো কি বলবে না ভালোবাসি?


কোন এক বৃষ্টি ভেজা বিকেলে
এক গুচ্ছ কাঠগোলাপ হাতে নিয়ে
হাঁটু গেড়ে বসে যদি তোমার ঐ কাজল কালো চোখে
চোখ রেখে বলি ভালোবাসি খুব,
তুমি কি তখনো থাকবে চুপ?
বলবে না ভালোবাসি?


ব্যস্ত শহরে যাওয়া আসার পথের মাঝে
পৃথক কারী তোমার ঐ আগমনী পথে একা দাঁড়িয়ে আছি,
হঠাৎ তুমি এলে, সামনে দাঁড়িয়ে তোমার ঐ
হাসিমাখা মুখের দিকে তাকিয়ে যদি বলি
ভালোবাসি খুব,
তুমি কি তখনো থাকবে চুপ?
বলবে না ভালোবাসি?


ধরো কিছু না বলেই চলে যাচ্ছো
হঠাৎ রাস্তা পার হতে গিয়ে,
বড় কোন গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে তোমার সামনে পরে
রক্ত মাখা গায়ে , কাঁদো কাঁদো স্বরে যদি বলি
ভালোবাসি খুব,
তুমি কি তখনো থাকবে চুপ?
বলবে না ভালোবাসি?