অল্পতে তো মন ভরে না
বেশি চাওয়াও বারণ
দেখতে তারে ভালোই লাগে
খুঁজে পাই না কারণ


স্কুলের গেটে প্রখর রোদে
দাঁড়িয়ে থাকি একা
টিফিন খেতে বাইরে যাবে
হবে একটু দেখা


ভীষণভাবে চাইছি তারে
বুঝেও বুঝতে চায় না
অল্প একটু দেখার জন্য
ধরি কত বায়না


রোজই দেখি তবু তারে
আরো দেখতে চাই
চাওয়ার কিছু থাকবে না আর
যদি তারে পাই


জানিনা কবে বলতে পারবো
ভালোবাসি তারে
ভয় লাগে খুব যদি বলে
চায়না সে আমারে


কোন কিছু ভালো লাগে না
চুপটি করে থাকি
মনের মধ্যে তাকে নিয়ে
হাজারো স্বপ্ন আঁকি


ব্যস্ত জনতার মধ্য দিয়ে
কেটে যাচ্ছে প্রহর
আজও তাকে ভেবে স্তব্ধ আমার
অভিমানের শহর