ডুবে যাওয়া সূর্যের গোলাপি আলো
সাগরের জলে,
কোনো ঝড়ে ঝরেনি ফুল
ভালোবাসা পাইনি বলে !


আমি তোমার জন্য হেঁটে গেছি
বেলি ফুলের দেশেও,
অথচ কোনো কবিতা বুঝলেনা
এতো কাছে থেকেও !


আমি জীবনানন্দের কবিতাকে
আশ্রয় করেছি,
মহাদেব সাহার কবিতা পড়ে
অঝোরে কেঁদেছি !


শুধু একটি প্রাচীন বৃক্ষের খোঁজে
হেঁটেছি মাইল হাজার,
সময় জীবনকে করে গেছে মলিন
পরাজিত বার বার !


পেয়ারার সাদা ফুল, শিম ফুলের
গোলাপি রং,
কখনো এরাও আমার সান্ত্বনা
বাঁচার উপকরণ !


তুমি শুধু হাসলেনা ভুলেও কখনো
তাই হেরে যাই,
কোথায় খুঁজি, কি যে খুঁজি
জীবনের মানে হারাই !


কোনো ঝড়ে ঝরেনি ফুল
ভালোবাসা পাইনি বলে,
ডুবে যাওয়া সূর্যের গোলাপি আলো
সাগরের জলে !