ও জীবন তুমি কি বুঝিনা
কেবলি কি কান্না, মায়ের দুঃখ কষ্ট,
নাকি তুমি গানেরও সুর
মধুর কোনো স্বপ্ন অবশিষ্ট !


তুমি কি আমার সবুজ গ্রাম
পাগলা বাঁশিতে সুর, প্রানের মতো প্রিয়,
তবে যে চিঠি আসেনি আজও
ভালোবেসে তা লিখে দিও !


ও জীবন তুমি কি স্বপ্ন মধুর
কারো চোখে, হাঁটি হাঁটি পায়ে এখনো,
নাকি হতাশা তুমি যুবকের প্রেম
ভেঙে যাবে যে আশা তার জন্ম !


তুমি কি কেবল হারানোর গান
মৃত্যুর মতো, চুপিচুপি আলিঙ্গন,
নাকি তুমি প্রেমিকার মন
আশার গানে ভালবাসার নিমন্ত্রণ !


ও জীবন তুমি কি অপেক্ষা কঠিন
কাটেনা সময়, কিশোরীর কিশোর মন,
নাকি তুমি ছুটে চলা
যুদ্ধের মাঠে খুঁজে পাওয়া প্রিয়জন !


তুমি কি সুকান্তের শপথ
বাসযোগ্য পৃথিবী, নতুন শিশুর জন্য,
নাকি তুমি মুক্তিযুদ্ধ কোটি মানুষের
উপহার বাংলাদেশ চির তারুণ্য !