সকালের মিঠে রোদ এখন
উঠোন ছাড়িয়েছে
ভোরের পাখি ও মুখ লুকিয়েছে
পাতার আড়ালে ।


জীবনের খেরো খাতায় সময়ের আঁকিবুকি
হিসেব মেলেনি
সময়ের চোরা স্রোতে সব ছিনিয়ে
নিঃস্ব করিয়েছে ।


শুকিয়ে আসা ঘায়ে নুনের ছোঁয়া
ফের দগদগে ক্ষত
পিঁপড়ের কান্নায় মূখর আকাশ
কেউ শোনে না ।


যে নদীটি একদিন দুকূল ছাপাতো
তার ঘোলা জল অতীত
খটখটে শুকনো বুকে এখন
পা রাখা দায় ।


যে গাছটির চিকন সবুজ পাতায়
রোদ চুঁইয়ে পড়ত
মরা ডালের হাড়গোড় মেখে
নিঃসঙ্গ হাহাকার ।


সময়ের সৈনিকের আশ্বাস আছে শুধু
শূন্য থেকে শুরুর ।


আকাশের জমা মেঘ বৃষ্টি হবে
আবার ভাসবে নদী
নব কিশলয় ভরবে বৃক্ষ
ফল ফুল আসবে ।


মরা হৃদয়ের উৎস থেকে
বেরিয়ে আসবে গান.......
হতাশার গান
                   দুঃখের গান
        আশার গান
                      অপেক্ষায় গান.....