জীবনের সাথে
    নিত্য যে ওঠা পড়া
নিমেষের ভুলে
       পিছলে গিয়েছে পা ,
নিটোল সাহসে
            দৃপ্ত পদক্ষেপে
পেরিয়ে গিয়েছি
                 ভয়ের সাগর ,কাঁটা ।


বেচাকেনা যদি
      দরকারী হয়ে থাকে
আঙ্গুলের ফাঁকে
         জেগে থাকা মাপজোক ,
হুট করে ধরো
            পড়ে গেছে সাপ-সিঁড়ি
আঁঠা দিয়ে ফের
                জুড়ে নেয় কাঁচমন ।


আমরা জানিনা
      সূর্য উঠবে কবে
কীটেদের ঘুম
         চিরতরে ভাঙ্গবে না ,
ভালবাসা বাসি
              ঠকে গেছে বহুবার
আমাদের প্রেম
                  বিশ্বাসে হার না মানা ॥