ছপ্ ছপ্ ছপ্......
তুমি দাঁড় বাইছো ।
বেখেয়াল মন
গলা ছেড়ে গান ধরলে এই।
আকাশে মেঘ বাড়ির উঠোন,
পেঁজা তুলোর গাল ছুঁয়েছি
মেঘ শিশুর গালে।
এ আসলে আবেগ,
উষ্ণতা ছড়াচ্ছে , আলোও।
মায়াবী আলোয়  চিবুক ছুঁয়েছি আমি।
এদিকে ঝোড়ো হাওয়ার দুষ্টুমি তোমার চুলে।
হাস্নূহানার খুনসুটি।


তুমি আপনভোলা।
আমি নিজেকে ফেরাতে পারি না।
তোমার চোখে, চোখে কি যে আছে!....
মায়া, একপুকুর মায়া,
চোরা টান ....
অন্ধকার নামছে ,
আমি ডুবে যাচ্ছি....
বোবা হয়ে আসছে সব।
মেঘ, ঝড় , ঢেউ, …..
খুনসুটি-দুস্টুমি.....
তুমি-আমি....


নদীর কুলুকুল চলে অবিরাম।