আমাকে আমার মতো বাঁচতে দাও,
তোমাদের ভালোবাসার বন্ধনে
শৃঙ্খলিত করো না আমায়।
মুক্তি দাও, প্রান ভরে নিঃশ্বাস নিতে দাও।
আমি জানি, অসীম ভালবাসার গল্প,
তার চেয়ে বরং বিশ্বাসের উপর ভর করে বাঁচি।


যতো উপরে উঠবো, অক্সিজেন কমবে,
বরং সোঁদা মাটির গন্ধ ভালো।
অন্ততপক্ষে খাঁদ নেই।
বাহুল্যতা,মেকিত্ব থেকে মুক্তি দাও,
বড়ো ক্লান্ত হয়ে পড়েছি;
দায় থেকে দাসত্ব,বন্ধন থেকে শৃঙ্খল
আর নয়; অর্থহীনতার ঋন রোধ করে,
মুখোশের আড়ালে মুখোশ উন্মোচন!
শুধু বেঁচে থাকা, শুধু টিকে থাকার জন্য,
অন্নদাতাকে ভেবেছো ভাগ্য বিধাতা।
করুনা করতে ও করুনা হয়,
এমনি মুখোশী... মানুষকে।


ভালোবাসার ভান করে শর্তে শর্তে বাঁধো;
অর্থহীন দূরবোধ্য বাঁধন।
অর্থদাতা মুচকি হাসে, লোভের নাচন দেখে।
ব্যর্থতা এসে পড়লে,দন্ড তোমার চাবুক
শর্ত কষে , মারবে জোরে, বন্ধু তোমার অর্থ দেবদূত।
ভালোবাসার ঋন বাড়ে, প্রতিশ্রুতির দন্ড।
অর্থহীনের অর্থ বাড়ে, গ্লানি ঘুচে যায়,
রঙ তামাশার রঙ্গিন মানুষ, দূর হয়ে যা ভাই।
আমি আছি সুখে,ক্ষিদে পেটে,
কষ্ট আমার নেই।
আমার ভূবন আমার আঁকা,
আমায় বাঁচতে দে।