আমার কথাগুলো পায় তব চরণ,
আমার সুরগুলো পায় তব হ্নদয়।
শুধু আমি পাইনি তোমারে!


আকাশ মাঝে যায় ছড়িয়ে,প্রভাত বেলার আলো,
সাঁঝের বেলায় কবি তুমি , গভীর ঘুমে থাক।
হ্নদয় হরন করে তুমি হ্নদয় মাঝে থাকো।
একাদশীর চাঁদ যে ঐ মেঘের ওপারে,
দেখতে কি পাও,কবি তুমি নীরব ব্যথাকে।


আলোয় তবু আনাগোনা,
আলোর দিশারী।
আমি তো খুব সাধারণ, আঁধারের যাত্রী।
যদি এমন হত,একদা এক মধ্যাহ্নে,
তুমি এলে মোর দ্বারে,
ভয়  পেয়ো না, শঙ্কা জাগে।
যদি এমন হয়,
যেন রেখো থাকবো আমি,
দখিন দুয়ার খুলে...