আমি বলছি না; কাওকে ভালবাসতেই হবে।
আমি বলছি না, কাওকে থামতেই হবে!
আমি বলছি না, কিছুটা পথ একসাথে চলতেই হবে।


আমি জানি, খুব ভালো জানি;
স্বপথে নিরঙ্কুশে তুমি আর আমি,একা
কি ভীষণ একাকীত্ব!


কখনো রোদেলা দুপুরে, ঘুঘুর ডাকে
যদি মনে পড়ে যায়,
কখনো আচমকা দমকা হাওয়ায়,
এলো চুল কপালে এসে পরে।
মনে পড়ে যায়,
তুমি আসবে তো!
বসন্ত হতে হবে এমন নয়?
চৈত্রের রোদেলা দুপুর,
খুব তৃষ্ণার্ত যখন বিপর্যস্ত হয়ে দিশেহারা!
আমি তখনও অপেক্ষায় থাকবো,
বিশ্বাসে ভর করে যেমন থাকে শঙ্খচিল।
তুমি আসবে তো!!
না এলে বিবাগী বাউল হবো!
ভেবো না, বরং আরো বেশি বিনিদ্র রজনী জেগে থাকবো।।
ভৈরবী রাগের বেহাল উপেক্ষা করার সাধ্য তোমার আছে কি?
তুমি আসবে!আসতেই হবে!