ঘন কালো মেঘে আকাশ ছিল ছেয়ে
বাইরে ছিল বাদলের ধারা অবিরাম,
কতো দিনের কান্না যেন জমা ছিল আকাশ জুড়ে?
এমনি বর্ষায়, আষাঢ়ের ভোরে,জন্ম আমার।
বৃষ্টি আর... দুটো বোধকরি তাই জীবনের অনুষঙ্গ।
ভীষণ প্রিয় বৃস্টি আমার।
প্রিয় ঘন কালো মেঘ,
প্রিয় হবার কথা ছিল পূর্ণিমা রাত!
আমার বেলায় ঠিক উল্টো,,
অমাবস্যায় দেখি আমি সভ্যতার অহংকার।
কদম আমার ভালো লাগে না,
শিউলি বড়ো প্রিয়।
যা কিছু সহজ প্রাপ্য ছিল
সব‌ই আমার প্রিয়।
সহজ বলে সস্তা ভেবে ভুল ভেবেছে সবাই!!
আমি কিন্তু ভুল করিনি,হারাই,হা-রা-ই
ভয় করিনা,যা হবার তাই হবে বটে!
জন্মে আমি কেঁদেছি বলে হাসবো জীবনভর।
কষ্টগুলো আমার কেনা!
দাম দিয়েছি অনেক তার,,,,
জীবন পাতার দিনগুলো, যাক কেটে যাক এমনি করে
মৃত্যু নামক বন্ধু আমার আছে সাথে দিনান্তরে।।।