জ্যামিতি বক্স হাতে নিয়েছি,
একটা বৃত্ত একে কেন্দ্র নির্ধারণ করবো।
কিন্তু আমার বৃত্ত এখন বিন্দুতে পরিণত,
পরিসর নেই,বিন্দু আমার কেন্দ্রে পরিণত হয়েছে।
জীবনের অনুষঙ্গ এখন এই বৃত্তকে ঘিরে,,
জমানো কষ্ট, ভেঙ্গে ফেলা প্রতিশ্রুতি, নির্বাক শব্দ
কোথাও কোন বিভাজন নেই।
সাম্যের কাঠিতে দন্ডায়মান ধূপকাঠি।
সুভাস ছড়ায়!নাকি কষ্ট!
যাই হোক, বৃত্তেই ওর বাস,,,
চৈত্রের দুপুরের কতো কষ্টের কথা লেখা ছিল,
ভেবেছিলাম ভরা আষাঢ়ে কদম ফুলের সাথে দিয়ে দিবো।
শ্রাবনের ধারায় সব মুছে গেল,
শুধু সাদা খামটা পরে র‌ইল ।
কোনো একজন বলেছিলেন, দুঃখ বাদ দাও;
তাই দিলাম !দুঃখকে বাদ দিয়ে
সফলতা কে যোগ করে,
ব্যর্থতাকে বিয়োগ করে,
সুখকে দ্বিগুণ করে
চক্রমান কম্পাস ঘুরিয়ে দেখি,,,,
ওমা একি! বৃত্তেই আমার বাস!
এর নাম কি ছিল জানো!!
জীবন,জী-ব-ন
আর আমি ছিলাম!
খেয়া ঘাটের মাঝি।।।।