কঠিন বাস্তবতা যখন মুখোমুখি,
স্বপ্নভঙ্গের আশঙ্কা সম্মুখীন।
নিয়তি তখন সুযোগ বুঝে,
বৈপরীত্য মেপে নেয়।


খুব সাদামাটা মানুষ ও হয়ে ওঠে যোদ্ধা,
জয় আর পরাজয়ের মাঝামাঝি;
প্রকৃত জীবন আর কাঙ্ক্ষিত সাফল্য।
এ দুয়ের মাঝে দ্বন্দ্ব চরমে;
নৈরাশ্যের অন্ধকারে আলো দেখতে পায়।


স্বার্থপরতার দোষ নেই,
এটা ও সময়ের দাবি।
বলাৎকার! দোষ কি?
শক্তি পরিমাপের যন্ত্র।
কৌশল অবলম্বন করা!
সেটাও নিজেকে টিকিয়ে রাখা।
তবে ভুল কি ছিলো?


ভুল ছিল একটিই
অসৎ হবার সুযোগ ছিল না,
তাই তুমি সৎ ছিলে।
পথ হারা পথিক ন‌ও,
কারন গন্তব্যে পৌঁছে দিতে পারে,
এমন লোক ছিল আলো ধরে।
তবু ও তুমি ক্ষতি করলে?
জানামতে, আমি তো তোমার উপকার করিনি!


বৃত্ত হতে বৃত্তান্তরে,শব্দশ্রমিক অপেক্ষায় থাকে,
বিপন্ন জীবন আর বাস্তবতার গল্প শুনতে।।