বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে,
টুটি চেপে ধরে রেখেছে,
অথচ কথা বলতে হবে?
বলতে হবে ভালো আছি।
নিংশ্বাস বন্ধ হয়ে যায়,
দুচোখে নেমে আসে অন্ধকার।
তবু ও বলতে হবে, আলো;
ঐ যে আলো দেখতে পাচ্ছি।
মধ্যরাতের গল্পগুলো হারিয়ে গেল
প্রভাত এলো নতুন বার্তা নিয়ে।
আবার ও বলতে হবে,
সব ঠিক আছে, সবটুকু ঠিকঠাক।
আচ্ছা, আমরা মানুষ তো?
নিশ্চয়ই মানুষ!
খিদে পায়, ঘুম পায়, মাঝে মাঝে কান্না ও পায়।
শুধু রাগ হয় না, ঘেন্না হয় না
এমন দাসত্ব জীবনের জন্য।
ওরা বলে দুই টাকার কলম আর তিন আনা বুদ্ধি
যা লিখে যা।
আমার আছে ...
শুধু ফুঁটো করে দিবো।
আর এই ফুঁটো দিয়ে ঝরছে আলোর ধারা।
বেঁচে থাকা মানে প্রান আর মৃত্যু প্রানহীনতা।
তবে তো মরেই ভালো, বেঁচে থাকার চেয়ে
মৃত্যুর অন্তত কোন শ্বাপদ নেই।
মরন ও শান্তির ,এমন বাঁচার চেয়ে।