মন ও মনরে আমার
একদেহেতে কতকাল আর র‌ইবি ,
যা, না চলে অন্য পারে।
দিয়ে আমায় মুক্তি।
আমি না হয় তারা হবো,
তুই কি হবি জোনাকি?
যা খুশি তাই হয়ে যা,
দিয়ে আমায় মুক্তি।


মানুষ হয়ে জন্ম নিলাম,
চোখ,কান, জিহ্বা সব দিয়েছে বিধাতা আমায়।
লাগছে শুধু নিজের বেলায়।
শুধু নিজের খাতা পূর্ণ হলো,
লাগেনি তা কোন পূজায়।


যদি আবার জন্ম দিয়ে থাকো,
এসব কিছুই দিয়ো নাকো;
বিবেক ঘড়া পূর্ণ করো,
তাতেই আমি ধন্য হবো।


শ্লেষ, ক্লেশ দেহখানি মিশে যাবে মাটির সাথে,
অযথা এই বাহুল্য তা র‌ইবে পড়ে জগত মাঝে।
আমায় বরং নিয়ে চলো,
প্রভু তোমার চরণ তলে।
একদেহেতে কতকাল আর র‌ইবি পড়ে।।