যদি বলি কেমন আছেন?
প্রতিত্তোর ভালো!
যদি বলি কেমন চলছে দিনকাল,
জানি তুমি বলবে ভালো।
না , কথোপকথন মানুষের সঙ্গে নয়,
আমার ভালোবাসার মেঘের সনে।
মানুষ ইদ্যানিং ভালো লাগে না,
ঠিক কেন জানি খুব একঘেয়ে লাগে।
হয় ইহকাল নয় পরকাল
এর মধ্যেই বাস যেন।
কোথায় যেন বেহালার সুর কেঁটে গেছে।
জীবন্ত মানুষ খুঁজে পাওয়া ভার।
তাই মেঘের সনে বন্ধুত্ব করেছি,
আর যাই হোক, মেঘ মিথ্যা বলবে না।
নিয়তির নির্মম সত্য জেনে ও মানুষ
কেন এতো ছুটে?
বলতো বন্ধু আমায় মেঘ;
মেঘ বলেছে এটাই নিয়ম
চাওয়া পাওয়ার মাঝে তফাৎটা কি কম?
আমার আছে মুক্ত আকাশ,
যখন যেমন চাই,
আপন মনে আপনারে নিয়ে সেথায় যাই।
আমার তো রাখার কিছু নাই।