সব্বদানং ধম্মদানং জিনাতি,
সব দান পরাজিত হয় ধর্ম দানের কাছে।
সব রস পরাভূত হয় হয় ধর্ম রসের কাছে,
সব রতি নত হয় ধর্ম রতির কাছে।


তবে অধর্ম কোথায় থাকে?
জলে জঙ্গলে নাকি ওপারে!
অবশ্য যা না পাই,যা না দেখি,
তাই ওপারে!!


এতো পাপ, অনাচার, মিথ্যার বলয়,
তবু ও মাথা টুকি অদৃশ্যের কাছে!
কি জানি,যা দেখি,যা বুঝি...
সবটুকু মিছে?
অধর্মের জয়ধ্বনি সর্বত্র বাজে।
ধর্ম বুঝি লুকিয়ে আছে অধর্মের কাছে।