অপারগতাই অক্ষমতা,
রুঢ় বাস্তবতা, উদ্দেশ্যহীন পথচলা।
ইট পাথরের নগরী যেন ধূসর মরু,
প্রকৃতি যেন দায়সারা ভালোবাসা।
বিকীণ হ্নদয়,তপ্ত রোদে পুড়ে ছাই
পকেটে দশ টাকা,সম্বল বেকার যুবকের
চা,বনরুটি, আহ্ কি অমৃত সুধা!
স্বস্তি কি তাতে?
লেজকাটা নেড়ি কুকুরটা হাজির,
সহাস্য  বদন,ঘেউ ঘেউ ডাকে
জানিয়ে দিলো, আমি হাজির।
আহারে বেচারা, কতো না ক্ষুদা।
এখানেই সাম্যতা, তুই আর আমি
দুজনের নেই ঠিকানা।
শুধু মস্তিষ্কের নিওরোনগুলো ,
মাঝে মাঝে জানান দেয়;
প্রেম, ভালোবাসা, আছে জমা।
কিন্তু সব ঝেড়ে ফেলে মিশে যেতে চাই,
নেড়ি কুকুর,তুই আর আমি।
কিছু নেই, কিছু পাওনা,
শোষণহীন সমাজের কল্পনা,
দাসত্ব জীবন, উন্নয়নের নিয়ন আলো
ফিকে হয়ে আসে, গলায় না জিহ্বে;
তুই আর আমি,
নেড়ি কুকুর,চল ঘেউ ঘেউ করে ডাকি।।