প্রকৃতির খেয়াল বোঝা দায়,
বোঝা যায় তার করুনা।
মেঘের আড়ালে সূর্য হাসে, দেখেনি তাই
সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করি, কি বিস্ময়!
সে তো ক্ষনিক সময়ের,ভোরেই সূর্যোদয়।
নিঃশব্দে নৈঃশব্দ্যের পতন ঘটে,
তবু ও আশা জাগানিয়া হ্নদয়ে আঁকা ছবি।
ভোরের আলো ফুটবে, পাখির কলকাকলিতে মুখরিত জীবনের জয়গান;জয়ূত জীবনের জন্য।
দায় শোধ, অপূর্ণ পূর্ণতায় যাপিত জীবন।
প্রত্যাশার প্রত্যাবর্তন, ভালোবাসিলাম!!