পরিবর্তন সংসারের নিয়ম,জগত ও তাই,
আমি কিছু আনি নাই, তাই নিয়ে যেতে হবে না।
আমি কাঁদবো না, আমার কিছু ছিল না।
কি অসাধারণ! ভবিতব্য আমাদের;


এ জীবন তোমার দান,এশ্বরিক বাণী।
খন্ডন তো নয়, মেনে নেয়া খেলাঘর।
তোমার ইচ্ছায় আসা যাওয়া,
তোমার ইচ্ছায় বাস।
ব্যত্যয় ঘটলে হবে নরকবাস।


পুতুল করে বানিয়ে,প্রান দিয়েছো প্রিয়।
বোঝনিকো; প্রান ভরা পুতুলের কষ্ট কতো?
মত্য থেকে ধরায় এসো।
সোজা পথ চলতে থাকো,
সৎ কর্ম করে দেখাও,
প্রতিবাদ করবে কিনা; ভেবে দেখো।
আমার জায়গায় ফিরে আসো,
দেখি তোমার শক্তি কতো?
ও হ্যাঁ , নীলপদ্ম নিয়ে এসো,
একটি নয়,শতক একটি।


আরো আছে ফর্দ অনেক,এলে তোমায় দিয়ে দেব।
একদিন নয় আমার মতো, উপাখ্যান তৈরি করো।
সারমর্ম জেনে রেখো, কিছুই তোমার নয়কো নেবার।