প্রলয়


আঁধার রাত্রি,ঘোর অমানিশা, দূর পথে কি?
ক্ষণিক বার্তা;আনিয়াছে দেবদূত!
রুদ্ধ পথে,বদ্ধ আলয়ে বহিছে তান্ডব খেলা।
পথ বলিয়াছে,"আপনি অন্ধ বলিয়া প্রলয় হ‌ইবে না রুদ্ধ"


এমনি তামাশা ভঙ্গ করিবে, আছে কি গুনীজন!
পথ কহিল, মূর্খ কি বটে!
আমি ছাড়িলে ও নিয়তি কি ছাড়িয়া দিবে?


বুঝিলাম,মানিলাম অবশেষে...
যাহা লয় মনে তাহা করো দিনশেষে।
শুধু মনে ভয়,ভূল যদি হয়,প্রমাদ গুনি মনে;
আহা! নিয়তি ! যদি ভুল হয়,
জিতিয়া যাইবো তবে।


হঠাৎ অট্টহাসি; কহিল আপনারে;
নিয়তির পথ করিবে রুদ্ধ.এহেন ঔদ্ধত্য হ্নদয়ে,
সৃষ্টি আমার,করিবো বিনাশ, প্রলয় জগত জুড়ে।


ভাবিলাম আমি, তুমি তো নির্লোভ নহো!
পূজার অর্ঘ্য,ধূপ জ্বেলে তাই সাজিয়ে নৈবেদ্য থালা
বলছিলাম,প্রভু দেখে নাও তুমি চক্ষু মেলিয়া,
হয়নিকো ভুল, সাঁঝের বেলা,
প্রদীপ জ্বালিয়ে তোমার অর্ঘ্য দিয়েছি তুলিয়া,


হাসিয়া কহিল,বৎস্য?কি দিয়েছো তুমি আপনারে!
আমার‌ই দান আমাকেই দিয়েছো ?


বুঝিলাম এবার,হারিবার ভয় আর নাহি রয়।
দিনশেষে তাই শুনিতে কি পাও?
প্রলয় বার্তা! বিদায় বন্ধু বিদায়!
যদি ফিরে আসি, পূর্ণ জোছনায়,তারার মেলায়।
চিনিয়া ল‌ইয়ো মোরে, বন্ধু, বিদায়।