ইদ্যানিং রাগ হয় না, ক্ষোভ হয় না।
কান্না আসে না।
অপমান বোধ করি না,
অনুভূতির দরজায় খিল এঁটেছি।
হাসিটাই বেছে নিতে হয়েছে।
অনুভূতিহীন মানবচরিত্রের নিদারুন স্বপথ।


ভগ্নাংশে ভাগ,বিয়োগান্তে যোগ,দ্বিচক্র সমীকরণ!
সরল হয়ে যায় বোকা,চতুর বুদ্ধিমান।
মাঝরাতে ঝড় তোলে যারা, তাঁরা সব বিবেক।
শুধু দিনের আলোয় ঘুমিয়ে থাকে জঞ্জাল বাস্তবতা।


বহুদিন পর লিখতে বসেছি, অথচ ভাবহীন বাক্য!
শব্দগুলো বড়ো ক্লান্ত,
অবশ্য দোষের কিছু নয়।
প্রয়োগের প্রযোজ্যতায় ক্লান্ত শব্দগুলো ক্ষমা চায় ।
বলে ওঠে,আর কতোকাল তোমাদের প্রয়োজনে;
আমাদের যথেচ্ছ ব্যবহার?
উত্তর কি? জানা নেই?
আমার কাছে যা সত্য,তা মিথ্যা,অভিসম্পাত
অন্যের কাছে।
যা সুন্দর তা ক্ষতো কারো কাছে।
চিরসত্য,চেনা পথ, বলে কিছু নেই।
শব্দগুলো তাই প্রযোজ্য ব্যবহারে।