জন্ম থেকে অদ্যাবধি বেড়ে ওঠা,
বিন্দু থেকে বিন্দু, বৃত্তের আকার।
কখনো কখনো সমান্তরাল কিংবা রেখাচিত্র,
হবে হয়তো কিছু, পরিধি অজানা!


ছোট ছোট জয়, ছোট ছোট আনন্দ,
কেউ কেউ আনন্দে আত্মহারা,
কারো বা মলিন বিপন্নতা।
সুখ কোথায়! সমুদ্র সঙ্গমে নাকি মেঘের আড়ালে!
জানি না, সীমানা অজানা।


ব্যক্তির স্বার্থ,সামস্টিক আকাঙ্ক্ষা,
বহুমুখী যাত্রা, লক্ষ্য অবিচল।
শুধু সীমানা অজানা।


আমরা শুধু ছুটে চলি,
এখান থেকে ঐখানে
দেশ থেকে প্রদেশে,
হাসনাহেনার গন্ধ খুঁজি, আরো কত কি!!
মেলে না, কিছুই মেলে না।
বুহ্নচক্রে ঘোরপাক খাচ্ছে জীবন,
পরিধি অজানা, সীমানা অজানা!