সুখ আমি কিনে নেবো


সত্যি করে বলছি শোন,
এ জন্মের পাওনাগুলো,হিসাব করে লিখে রেখো;
এই জন্মের কষ্টগুলো পাখির খাঁচায় বন্দী কোরো।


না না!ভাবছো বুঝি চলে যাচ্ছি!
এমন ভাবনা ভাবছো কেন?
আমি শুধু নতুন বাসার ফর্দটা ঠিক করে নিচ্ছি।


কোথায় যাচ্ছি চলে?
তেমন কোনো দূরে নয়কো;
ছোট একটা ডিঙ্গি নৌকা,
মাঝি আমি আর কেউ নেই!
না না,ভয়ের কিছু নেই গো ভাই,
একটাই জীবন তরী,ভাসতে ভাসতে পৌঁছে যাবো।


কথা দিচ্ছি, আবার আমি ফিরে আসবো,
ভাটির টানে নয়কো ফেরা,
এবার আমি জোয়ার হবো।
আগের মতো ভুল হবে না,
রাজহাঁসের মতোই হবো।
দুঃখগুলো ঝেড়ে ফেলে, মুহূর্তে শুকিয়ে যাবো।


এ জন্মের পাওনা গুলো ঠিকঠাক বুঝে নেবো।