ত্রহ্য স্পর্শ


কখনো বন্ধুর খোঁজ করেনি,
বন্ধু মানে সংজ্ঞায়িত আবেগ।
যুক্তির পথে তাই মুক্তি মেলে না,
আসলে ,কেউ কারো বন্ধু কি?
সত্যিকারের বন্ধু!
যদি বিশ্বাস করি সন্ধি, চুক্তি সই!
হার জিত সমভাগ, তবে বন্ধু;
হা,হা কি আনন্দ প্রদীপের প্রজ্বলন দেখে
ভাবেনি পেছনের অন্ধকার।


শেষ বিকেলের আলোয়,কনে দেখা
সৌন্দর্য অমলিন।
অস্তমিত সূর্যের কান্না, মনে রাখে না
কেউ মনে রাখে না।
তবু ও অপেক্ষায় থাকে, যুগলবন্দীর।


শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগমুহূর্তেও
সে কারো পিতা,মাথা,ভগিনী পরমাত্মীয়।
শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে গেল,
ব্যস, সে এখন শুধুই লাশ,মৃত, স্থবির ছায়া।
সে কখনো কারো ছিল কি!
কি ছিল তার সনে।
তবু ও বিশ্বাস, যদি স্পর্শ মেলে তাঁর;


যে হাত শুধু চেয়েছিল শর্তহীন ভালোবাসা,
কখনো মেলেনি তা, হ্নদয়ে কিংবা মননে।
যদি ওপারে, আছে কি ওপারে?
জানি না, তবু ও!
দৈবাৎ, হোক না চন্ডালের,মেথরের
কবি নয়তো অন্য কারো।
শুধু বিশ্বাসের, শুধু ভালোবাসার
শর্তহীন ভালোবাসার, চুক্তিহীন মমতার;
বন্ধু হবে? শুধু বন্ধু আমার।