দিন যায় রাত আসে,
মাস যায় বছর আসে,
মানবের মাঝে কি আসে?
আসে, মানবের মাঝে আসে থার্টিফাস্ট নাইট
পুরাতন ভুলে নতুন কে কাছে টেনে নিতে
আমাদের ভুল হয় না কভু,
কিন্তু মানবের মাঝে কি ফিরে আসে
কোন মানবতা-
অথবা একটু সহানুভূতি?
কারো আসে হয়ত-অধিকাংশই পারেনা
পুরোনো অভ্যাস ত্যাগ করতে
তাই তো ধর্ষণটা হয়ে গেল।
ঢাকার বাতাস হল ধুলি ময়
বিশ্বের মানচিত্রে একটি ধর্ষিত ধুলি ময়
শহর হিসাবে নাম লেখাল ঢাকা।
কত কিছুই পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত
জলবায়ু ও-
কিন্তু আমাদের কি পরিবর্তন হল-
না সচেতনতার, না মানবিকতার।


আমরা কেবল বছর গুনি,
থার্টিফাস্ট নাইট মানি,
ধর্ষণ করি, প্লাস্টিকের বর্জে ভরে তুলি শহর
জলবায়ুর পরিবর্তন দেখি
বিবেকের পরিবর্তন করি না কখনো।


তারিখ ০৮/০১/২০২০
ঢাকা।