আমি নগন্য এক অজ্ঞ কবি। কবিতা পড়া এবং লেখার দুর্ণিবার আকর্ষণ থেকে মুক্ত হতে না পেরে হঠাৎ করেই কবিতার আসরে আমার প্রবেশ।


আমি চাই না আমার কারণে কবিতার আসরের বিরুপ মনোভাব/ পরিবেশ সৃষ্টি হোক। তাই আমি চেষ্টা করি এডমিনের নির্দেশ মেনে চলার।


কবিতার আসরে একজন কবি আমার লিখিত একটি কবিতায় একটি সুন্দর মন্তব্য করেছেন।
দুঃখের বিষয় মন্তব্যটিকে আমি সঠিক ভাবে উপলব্দ্ধী করতে না পেরে ভুল মানে বুঝে ভুল উত্তর করেছি। আমি সেই মহামান্য কবিবরের কাছে ক্ষমা প্রার্থী। কবি এভুলের জন্য আমাকে ক্ষমা করুণ।


সঙ্গে সঙ্গে আমি আসরের অন্যান্ন সকল কবিদের
উদ্দেশ্যে বলছি অনেকেই না বুঝে (কবিতা, আলোচনা, বিজ্ঞপ্তি বা অন্য কোন নের্দেশনা) অনেক মন্তব্য করেন এবং ভুল উত্তর দেন। আপনারা এ বিষয়টিকে একটু ভেবে দেখবেন।


পরিশেষে আমি কবিতার আসরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে কবিতার আসরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্মিলিত ভাবে আহব্বান করছি।
সবাই ভাল থাকবেন।
                                            


                                             ধন্যবাদ ও শুভেচ্ছা
                                                       শিমুল দত্ত