গানের ভাষাতে অত কমল হয়নি
কন্ঠ তাই-
কবিতার উল্লাস ছড়ালাম কিছুক্ষণ
তোমার ও অামার দ্বৈত কন্ঠে।
দু’ফোটা বৃষ্টির জল ছিটকে এসেছিল
খোলা জানালা বেয়ে কপোলে-
একটি বাশ পাতায় চিড় ধরে
দ্বৈত কন্ঠে সুর তুললো সৃষ্টির মাঝে,
তখন বৃষ্টির মত আলোতে
তোমার ও আমার দ্বৈত হাত আকড়েছিল-
সে অনুভুতি তুমি ও আমি বুঝেছিলাম।


দ্বৈত কন্ঠ যেন গেয়ে যেতে চাইল-
ভালবাসি, ভালবাসি...
তবু ভিজে কাঠের মত গলায় গান যে
বেসুরো-
হয়ে উঠলনা তাই
কবিত্বের দুটি লাইন ফলিয়ে উঠল গলায়
একই সাথে দ্বৈত সুরে।
সময়টুকু ভালই কেটেছিল
ভালবেসেছিলাম বলে।


তারিখঃ২৬।০৫।১৬
ঢাকা।