দক্ষিণা সে বাতাস আর ফেরেনি জানালায়
উড়ে উড়ে চলে গেছে কোন অজানায়
ফেরেনি সে বাতাস আর জানালায়
অায়নার মত ভেঙ্গে গেছে মুখোচ্ছবি
তরঙ্গের দোলায় দুলে ভেঙ্গেছে সে
আধ ভাঙ্গা চাঁদ,
আর কেউ মনে রাখেনি, রাখেনি মনে আমায়।
চলে যাওয়া বাতাস ফেরেনি আর
উড়ো দেশে রয়েগেছে বন্ধুর খাদ।


অন্তপুরের সংবাদ শুনেনি আজো কেউ
চলে গিয়ে আছে তারা কোথায়
আছে কোন আকাশের গায়।


আমি ও তো অন্তের দিকে চলেছি ধেয়ে
হাঁসেদের মত ছোট ছোট পায়ে
জলহীন সাঁতার কেটে,
দক্ষিণা সে বাতাসেরে খুঁজে পাওয়ার আশায়-
আমি চলে গেলে
জানি কেউ মনে রাখবে না আমায়।।


তারিখঃ০৮।০৮।১৬
ঢাকা।