পাখির পালকের মত
বাতাসে উড়ে বেড়ানো
তোমাকে বন্দি করা
আমার পক্ষে ছিল যুদ্ধের মত
বড় দুরুহ-
সম্মুখ সমরে দাঁড়িয়ে থাকা
অসহায় সৈনিকের মত-


ওরা কিন্তু নিজেকে অসহায়
বলে চোখের জল ফেলে না,
ভালবাসা আর দায়িত্ববোধের
জল ঝরে দুচোখে-
তারপর হামাগুড়ি দিয়ে
যুদ্ধে অবগাহন করে।


পাখির পালকের মত
নরম তোমাকে পাওয়া
আমার পক্ষে-কতটা কন্টকাকির্ণ
হবে তা ভেবে যেন সারা হয়ে যেতাম।


দুরুদুরু বুকে সাহসীর ভঙ্গিতে
তোমাদের উঠোনে পা রেখেছিলাম
আর সে পায়ে-
তোমার জোড়া হাতের অঞ্জলি হতে খসে পড়া
জলের ফোঁটা আমাকে
ছাদনা তলায় নিয়ে গিয়েছিল-
সে বড় রোমান্টিকতা
কত কিছু দানা বেঁধেছিল অন্তরে...


সবকিছু সাতপাকে
স্নিগ্ধতা পেল –তারপর-
কেবল তুমি, তুমি আর তুমি
কখনো ভাবতে পারিনি-
ক্ষণিকের মধ্যে তোমাকে
এত কাছে পেয়ে যাব-
তোমাকে পাওয়ার জন্য
সেনাবাহিনী সাজাবার অত দরকার ছিলনা আমার অন্তরে।


তারিখঃ ১৫ জানু-২০১৭
ঢাকা।