ভগবানবীনে ভাগ্যবান হওয়া যায়না।
              একটুর জন্য বেঁচে যাওয়া
                      ভাগ্যবলে পাওয়া-ওটা
                            ভগবানেরই দান।
কখনো কখনো মানতে চাও না কেউ
            দুঃখটা লাগে তখনই
ক্লিনিক্যাল ডেথ-তারপরও যদি
                         মুর্দা নড়ে ওঠে-ওটা
                         ভাগ্য ভাল বলে।
কিন্তু-
কেউ বুঝতে চায় না ভগবানের উদারতা,
ভগবানের ভাগ্যদান।


ভগবান, ভগবান বলে সিদ কাটতে যাওয়া
আর জীবন্ত মহাজনের রাম ধোলাই
দূর্ভাগ্য বলে-হাসপাতালের বেডে
শুয়ে থাকা-অবশেষে ঠ্যাং, হাত, পা ভেঙে
ল্যাংচাতে ল্যাংচাতে ভিক্ষা করা
হাত পেতে ভগবানের দান
গ্রহন করা ছাড়া আর কি
                      তবু কেউ বুঝতে চাও না
                       ভগবানের ভাগ্যদান
প্রাণে মরার চাইতে প্রাণ পেয়ে বেঁচে থাকাটা কি
              ভগবানের ভাগ্যদান নয়?


তারিখঃ ২৬।০১।১৭
ঢাকা।