অামি ভুল করেছি স্বীকার করছি। কিন্তু-


অামি প্রত্যেকটি লেখার সূত্র উল্লেখ করছি, লেখকের নাম ও বিনা সংকোচে তুলে ধরছি অথচ আমার পোষ্টগুলো বারবার ব্যান করা হচ্ছে। তা হলে আমি ঠিক কোন নিয়মটা ভঙ্গ করছি? শিরোনামের নিচে আমার নিজের নামটা থাকছে এটাই আমার ভুল বলে মনে করছি। কিন্তু এটাতো ওয়েবপেজের সিস্টেম অনুযায়ী হয়েছে এখানে আমার কি হাত আছে বুঝলাম না।


আর যারা পড়ছে তারা না বুঝে মন্তব্য ও করছে। এর আগে “সহজ বাংলা বানান” সম্পর্কে একটি লেখা পোস্ট করেছি সেখানে-তথ্যসূত্র ও উল্লেখ করা আছে তার পরও মন্তব্যে আমাকে নানান ভূয়সী প্রশংসা করা হয়েছে। এটার দায় কার? বড় রোষের মধ্যে পড়ে গেলাম।


এখন তো ভাবছি ,না জানি কখন আমার পাতাটা ব্যান হয়ে যায়। বারবার এ ভুলের দায়ে।