শীত যায় যায়-
তাই তুমি বল্লে আমায়,
বসন্ত এলে ময়না হবে তুমি।
আমি বল্লামঃ কোকিল হোলে দোষ কি?


না, দোষ কিছু নাই, তবু আমি ময়না হবো;


তোমার শখে বাঁধা হতে পারি আমি!
না,
তা কখনো হতেই পারে না।
তাই বল্লামঃ একটা ফুলও হও।
তুমি বল্লে, কি ফুল হব আমি?-
কৃষ্ণচুড়া নাকি আমের মুকুল?


না, কিচ্ছুটি না...তুমি হবে...
অশোক বনে আগুন লাগা অশোক ফুল
থোকায়, থোকায় উচ্ছলতায়
                               ভাঙবে ভুল।
তারিখঃ ০৮।০২।১৭
ঢাকা।