আমায় নিয়ে তুমি একটা লাইন লিখ
-কি লিখব বলো?
মন যা চায়
-হুম,
কি লিখি তোমায়,
কি লি খি তোমায়!
অসীম চোখ তোমার, নিঃসীম ঠোঁট...
থাক, থাক আর নয় প্লিজ আর লিখ না
-কেন? কেন নয়?
বুঝি ভালো লাগল না?
না, তা ঠিক নয়। অত বেশি সইতে...
-পারিবে না এই তো... তা হলে একটু কম করে লিখি
না, আজ আর নয়-আগামীকাল


আমাকে একটি কবিতা লিখে দিবে?
-দেব। বলো কি কবিতা তোমার চাই?
আমি জানি না তুমি-
তুমি আমাকে একটি কবিতা লিখে দাও
তোমার মনের মত করে।
-তবে তো আমাকে একটু সময় দিতে হবে।
আচ্ছা, একদিন সময় দিলাম


সব কিছু ঠিক ছিল কিন্তু শেষ লানইটা কেন-
-কেন এত বিরহের তাই?
হুম,তাই। কেন? বল কেন?
-আরে ওটা তো কবিতা, সত্যি নাকি!
সত্যি নয়, তার মানে সত্যি নয়!
-না, না সেকি-আমি তা বলতে চাইনি
আচ্ছা-অল্পে তোমার হলনা তুষ্টি
       তোমার জন্য করব নতুন সৃষ্টি
       সেথায় লিখব হাজার কথা
       লুকিয়ে কোথাও রবে নাকে ব্যাথা
সত্যি তুমি পারো ও বটে
-হুম, পারতে হয়
আর কি কি পারতে হয়?
-তুমি বল্লে অনেক কিছু পারতে হয়
আমার জন্য একটি বই লিখ তুমি
-আচ্ছা, কি নামে হবে সেটি?
ইচ্ছে মত দিও একটি নাম
যেথায় ভালবাসার থাকবে সমাগম।