সংকট এলে উন্মোচিত হয় চারিত্রিক বাইবেল
পাতায় পাতায় পড়ে নাও বৈশিষ্ট্য তোমার
দ্যাখো, পুরনো অক্ষরে এখনো চলছে
দস্তখত, নাম-স্বাক্ষর
আর ভ্রান্ত আগুনের আঁচে এখনো শুদ্ধ করো
তোমার প্রতিমা!


সংকট এলেই প্রয়োজন পড়ে সংবিধান
দ্যাখো, কত অপাঠ্য সংযোজন পাতায় পাতায়
অপ্রয়োজনীয় অনুচ্ছেদ অনিবার্য ভেবে
আজও তুমি রেহালে সাজিয়ে রাখো
পুরনো সংবিধান
অনিবার্য করে রাখো বিচারিক বেঞ্চের কোণায়।


সংকট এলেই ‍খুলে যায় গিঁট, প্রশ্নের দিশা
ব্যক্তি, রাষ্ট্র কিংবা গোটা দুনিয়া
এখনো কি বেখেয়াল তুমি?
জলবায়ু, যুদ্ধ, আগুন অথবা করোনা সংকট
দ্যাখো, কেমন করে ডিকোড করে জটিল অক্ষর
মেলে ধরে পথ; মুক্তির।