এই ফাল্গুনে যে ফুল ফুটলো না সুভাস নিয়ে
অপেক্ষায় থাকো...
যে প্রেমিক পুড়লোনা ফুলের আগুনে এই ফাল্গুনে
অপেক্ষায় থাকো...
এই ফাল্গুনে যে বাউল হলোনা উদাস
অপেক্ষায় থাকো...
এই ফাল্গুনে যে বকে গেল মিথ্যে শ্লোক
অপেক্ষায় থাকো...
যে ষোড়শী শিখলোনা প্রেম এই ফাল্গুনে
অপেক্ষায় থাকো...
অপেক্ষায় থাকো, একদিন আরেক ফাল্গুনে
ফুল ফুটবে
প্রেমিক পুড়বে ফুলের আগুনে
ষোড়শীর খোঁপায় থাকবে রক্ত জবা
উদাস বাউল পথে পথে নাচবে উদ্দাম
মিথ্যে শ্লোক বলবেনা কেউ, বলবে-
সত্যম সুন্দরম অনন্তম।