কাঁটাতার তুলে নাও
আর তোমাদের দেয়াল প্রাচীর
আমরা এ পাড়ে এ পাড়ে প্রেম খেলবো শুধু
আর কিছু না।


বন্দুক ফেলে দাও
সৈনিকদের হাতে থাক ট্রাক্টর কিংবা কম্পিউটার
সভ্যতা সৃজনে তারা হয়ে উঠুক সুপ্রিয় শিক্ষক
আর কিছু না।


পারমানবিক চুল্লী থাক, বোম গুলো মেরে ফেল
যত ইচ্ছা বিদ্যুৎ তোল- ওটা প্রদীপের তেল
রিস্কের হুকে জীবনকে ঝুলিয়ে রেখো না
এইটুকু শুধু, আর কিছু না।


যারা ধর্মাচারী, বিশ্বাসী শুভ্র লোক
স্যালুট!
শুধু স্রষ্টার মাতাল ষাঁড় হয়ে
গুতিয়ে মানুষ মেরো না
শুধু এইটুকু, আর কিছু না।


আমরা প্রতিযোগী নই, পরিপূরক
তবু যারা হতে চাও, হয়ে যাও
শুধু অশ্লীল প্রতিযোগীতা একটু থামাও
আর কিছু না।


পৈত্রিক সূত্রে সবাই সমান উত্তরাধিকার
সমান ভাগে পৃথিবীটা সমান সবার
শুধু এইটুকু মনে রেখো
শুধু এইটুকু, আর কিছু না।