সময় নিশি নয় ঘটিকা
আরো তিরিশ মিনিট ।
দাড়িয়ে আছি রাস্তার মোড়ে
হাতে ভাঙ্গা ইট।
ভাবছেন হয়তো আমার মত
নম্র- ভদ্র পোলা,
এই রাত্তিরে কিসের তরে
খেলবো এহেন খ্যালা।
গতকালকে গিয়েছিলাম আমি
মেয়ে বন্ধু র বাসায়।
দেখা হবে, কথা হবে
ছিলাম কত্তো আশায় ।
সাবধানতা ভুলে যখন
পৌঁছে গেলাম ঘরে,
ওর বাপেরে দেইখা আমার
আত্মা নাই আর ধরে।
দেখতে পেয়েই দৌড়ে এসে
ধরলো আমায় জাবড়ে,
কি করিবো, কোথায় যাব
গেলাম আমি ঘাবড়ে।
হাতে তাহার ছিল একটা
ইয়া বড় লাঠি।
সারা গায়ে মারলো আমায়
ভাঙলো দাতের পাটি।
আজ এ পথে যাচ্ছে ব্যাটা
হটাৎ খবর পেলাম।
তাড়াতাড়ি ইট-টা নিয়ে
প্রস্তুত হয়ে গেলাম।
৮ই মার্চ ২০২৩
মীরহাজিরবাগ, ঢাকা।