দৈত্যসেনার মরণ এলো কালীর ছদ্মবেশে,
পিষবে তাদের পায়ের তলায় দেবী হেসে হেসে।
নগ্ন দেহে রূপের আগুন, মত্ত অলস চাল,
নাচের ঝড়ে অসুর মারে, বাজিয়ে পায়ে তাল।
হাজার দানব প্রাণপণে এক নারীর সাথে লড়ে,
নুপূর-পরা পায়ের তলায় মুখ থুবড়ে পড়ে।
রক্ত-ঝরা মাতাল নেশায় কালীর হা হা হাসি
অনায়াসে দানব দলে মেয়ে সর্বনাশী।


কোনো দানব গদা হাতে এগিয়ে যেতে চায়,
এক নিমেষে জীবন হারায় দেবীর হাতের ঘায়।
কেউ বা দূরে দাঁড়িয়ে থেকে পাথর ছুঁড়ে মারে -
দেবী পাথর চূর্ণ করে বিজয় নিনাদ ছাড়ে।
নেশার ঘোরে এলোমেলো মাটিতে পা পড়ে,
পরাজিত অসুররা তা আঁকড়ে চেপে ধরে,
নিখুঁত সুঠাম পায়ের গড়ন, অপূর্ব তার মোহ
নাচের তালে তালে কাঁপে বসন খোলা দেহ,
পাগল হয়ে রূপের টানে দৈত্যসেনার দল
ঝাঁপিয়ে পড়ে কাছে পেতে নরম পদতল।


এক এক লাথির আঘাত খেয়ে রক্ত ওঠে মুখে
পদ্ম-কোমল পায়ের আঘাত ছাপ রেখে যায় বুকে,
পায়ের চাপে শরীর ভাঙে মড়-মড়-মড় করে
প্রাণপণে প্রাণ ভিক্ষা করে অসুর সে পা ধরে।
কালীর নাচের তলায় পড়ে পিষ্ট দানব দল
লোহার মত বুক পিষে দেয় দেবীর চরণতল,
বাজিয়ে ঘুঙুর - এক এক ঘায়ে গুঁড়িয়ে দেয় ছাতি
অহঙ্কারীর দেহে হানে তা-থৈ-থৈ লাথি।
ভয়ে দানব দেবীর পায়ে থরথরিয়ে পড়ে,
চীৎকারেতে ধড়ফড়িয়ে পায়ের তলায় মরে।
ঝলসে উঠে খড়্গ দেবীর আকাশ চিরে ফেলে,
পাহাড়প্রমাণ হাতি-ঘোড়া এক হাতে দেয় ঠেলে।
বজ্রকঠিন অস্ত্রধারী ঘাতকসেনার দল
চেষ্টা সবার ব্যর্থ করে দেবীর দেহের বল।


এক একটাকে শূন্যে তোলে ধরে চুলের মুঠি
আছড়ে ফেলে মাটির প’রে দেয় জীবনের ছুটি।
জাপটে ধরে হাতের জোরে মুচড়ে ধরে গলা,
বুকের মাঝে জড়িয়ে মারে - নিছক যেন খেলা।
কাছে ডাকে ইশারাতে, পা বাড়িয়ে দিয়ে,
সিংহিনী সে খেলা করে যেন শিকার নিয়ে।
কাউকে ফেলে পায়ের নীচে, ঢেউ খেলিয়ে গায় -
ধী-রে ধী-রে... লাস্যভরে - বুকটা দলে যায়।


‘আ-ঈ-ঈ-ঈ.. আ-আ-হর্--গ্..আ-আ-র-গ-ঘ্...
না- না দেবী... না-আ-আ-আ-আ--’ ......
চেঁচায় দানব পায়ের নীচে.. নিস্তার পায় না।


হা-হা করে অট্টহাসি কালী ওঠে হেসে,
পায়ে নাচের ভঙ্গি করে দৈত্যের বুক পেষে।
তৃষ্ণা-ভরা সিক্ত দেহ, তপ্ত কুহক ভরা -
উদ্ধত বুক - নগ্ন কোমর - জঙ্ঘা কামে গড়া...
‘দৈত্য..দানব..আর কে কোথায়- জোর দেখাবি আয়-
কোথায় তোদের লোহার শরীর - পিষব আমার পায়!
কোথায় তোদের পেশী-ঠাসা মল্লবীরের দল,
আয় চেখে দ্যাখ্ কেমন লাগে এই এ চরণতল!!’
- থই! থই! থই! - এক পায়েতে মাটিতে তাল ফেলে,
রুমঝুমিয়ে বারে বারে ঘুঙুরে ডাক তোলে।  
বাহুর বলে মত্ত অসুর ঝাঁপিয়ে পায়ে পড়ে,
দাপায় বিকট আর্তনাদে - রক্তবমি করে!


পরাজিত দানবসেনা, অসুররা ছারখার,
ছিন্ন মাথায় গাঁথা হল দেবীর গলার হার,
পেশীবহুল অহঙ্কারী যোদ্ধা ছিল যত,
কালীর পায়ের তলায় তাদের মাথা হল নত।
গর্বিত বুক নৃত্যে দেবীর চূর্ণ হল শেষে,
জগৎজয়ীর এই পরাজয় নারীর পায়ে এসে।।