..রুপা এবং নিলয়..


রুপা: নিলয় তুমি কোথায়
ছিলে হঠাৎ এত দিন পরে?
নিলয়: তোমার বাবা গরীব ভেবে
টেলে দিল দূরে,
এখন অামি কুটি পতি
তোমায় করবো বিয়ে,
তোমায় নিয়ে নাও ভাসিয়ে
যাবো অচিন পুরে,
কদম তলায় গান গাইবো
তুমি অামি মিলে,
কি যাবে অামার সঙ্গে?
রুপা : তোমার জন্য অপেক্ষা করেছি
কদেঁছি দুই চোখের জলে,
এখন অামি সুখে অাছি অন্যের ঘরে,
নিলয়: তোমার জন্য ইট ভেঙ্গেছি
না খেয়ে না ঘুমিয়ে থেকেছি অনেক রাতে,
টাকার অভাবে চাই নি কখন তোমায় হারাতে,
এখন বলো কি নিয়ে থাকবো
বাঁচবো কার অাশাতে?
রুপা: অামার মত খুজে নাও
অন্য কাউকে,
যদি পার ক্ষমা করে দিও তুৃমি অামাকে।