--------------------//-----
এ জগত -
জীব-বৈচিত্র্যের রহস্যে ঘেরা !
আটার হাজার মকলুকাত ; সৃষ্টি করলেন স্রষ্টা
তম্মধ্যে মানব হলো সবার সেরা !


মানবজাতিকে দিলেন সৃষ্টি
তাঁহার বিশাল এ দুনিয়ায় !
সৃষ্টি করলেন আসমান জমিন
শুধু তাঁরি ভালো-বাসায় ।


চন্দ্র-সূর্য্য - গ্রহ-নক্ষত্র ; আরো
মাটি-পানি - আলো-বাতাস !
সুন্দর এ ভূবন সৃষ্টি করে
মানবজাতিকে দিলেন বসবাস ।


যাহা প্রয়োজন মানবজাতির
রাখেননি অবশিষ্ট কিছু !
জীব-জন্তু সব সৃষ্টি করে
রাখিলেন মানবের নিচু ।


তাইতো বিশালকার হাতি ও যে আজি
চলে মানবের তরে !
পাবে না কিছু ; খুজিলে ভুবণে
আছে মানবের উপরে ।


উদ্দেশ্য স্রষ্টার মানব সৃষ্টিতে
শুনিবে তাঁর আদেশ !
কাজে কর্মে রাখিবে স্মরণ
গড়িবে নিজেদের বেশ ।


সফলতা-বিফলতা কর্ম-গুণে
ভালো কর্মে-ভালো ফল !
সৎকর্মে আসে সফলতা
অসৎ কর্মে বিফল ।


-------------//-------------


রচনাকাল :- ১৯ শে ডিসেম্বর ; ২০১৭ !
    সময় :- ১.৩০ ঘটিকা ( রাত )
          নিউকাসল ; ইংল্যান্ড !