-------------------------//---


তুমি সুখ সুখ করে কেঁদো-না মন ;
কখনো সুখ আবার কখনো দু:খ
এটাই চিরন্তন এটাই ভূবন ;
সুখ এবং দু:খ -
এই দু'য়ে মিলে জীবন ।  


তুমি সুখ সুখ করে কেঁদো-না মন
সুখ যদি পেতে চাও , দু:খকে বেঁচে নাও
দু:খ-কে সুখ ভেবে সুখী হয়ে যাও ;
এ জীবনে সুখী হয়ে -
সুখের তৃপ্তি মিঠাও ।


কেহো সুখী ধনে আবার কেহো সুখী মনে  
কেহো সুখী জ্ঞানে আবার কেহো সুখী গুণে
ধনে-মনে, জ্ঞানে-গুণে , যে জন সুখী হয় ;
সে জন প্রকৃত সুখী -
সর্ব জনে কয় ।


দু:খ বিনে প্রকৃত সুখ নাহি মিলে এ ভবে
কর্মেতে যা লিখা , জীবনে তা হবে
এটাই চিরন্তন এটাই ভূবন ;
সুখ এবং দু:খ -
এই দু'য়ে মিলে জীবন !!


-----------//---------


তারিখ :- ৯ ই মে ২০১৭ !
নিজ বাসভবন : নিউকাসল