--------------//--


আমি আজ মহা খুশি
   উল্লাসেতে তাই হাসি ;
বহু সাধনার প্রাপ্তিতে আমি
       সুখের সাগরে ভাসি ।


প্রাপ্তিটি ছিল পাওয়া আমার
   জীবন-মরণ ভিশন ;
এই প্রাপ্তিতে রেখেছি সর্বক্ষন
      খোদাকে আমি স্মরণ ।


বছরের পর বছর সাধনা করেছি
   কাউকে বলিনি মুখে ;
সবাই ভাবতো আছি বুঝি আমি
      আছি আজ মহা সুখে ।


প্রতিটি মুহুর্ত পার করেছি
   সেই লক্ষ্যে পৌছাবার ;
জীবন বাজি রেখেছি আমি
      জানে শুধু খোদা আমার ।


কত রাত্রি ঘুমোতে পারিনি
   পার করেছি একাকার ;
কাউকে বলিনি মনের কষ্ট
      নিজেই নিয়েছি দায়ভার ।


দু:খে-কষ্টে মানুষের জীবন
   সকলেই মোরা জানি ;
কষ্টকে তাই আপন ভেবে
      ঝরেছে চোখের পানি ।


কষ্ট করিলে মেলে কেষ্ট
   পড়েছি সেই ছোট বেলা ;
ধৈর্যের সহিত করিলে কষ্ট
      মেলে দুধ আর কলা ।


তাইতো আজ পেয়েছি আমি
   সেই সাধনার-ই ফল ;
তাতে ছিল স্ত্রীর সাহায্য
      আর মায়ের দোয়া সম্বল ।


প্রাপ্তি লাভে শুকরিয়া জানাই
   মহান সৃষ্টিকর্তার দরবারে ;
তাঁহার সাহায্য ব্যতিত কেহ
      নাহি করিতে কিছু পারে ।


কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের
   যেটুকু আজ অর্জন ;
সবটুকু যেন লাগাতে পারি কাজে
      যেখানে যাহা প্রয়োজন ।


অধ্যবসায় সফলতার চাবিকাঠি
   পড়েছিলাম সেই শিক্ষাজীবনে ;
বাস্তব জীবনে তারি সাফল্যে
      আজ উৎফুল্ল মনে প্রাণে ।।


------------//----------


রচনাকাল :- ১৮ ই জানুয়ারি ; ২০১৮
  সময় :- ১ ঘটিকা ( রাত )
     নিউকাসল ; ইংল্যান্ড !