আমি কবি নই


--------------//-----
আমি কবি নই -
আমি কবি হতে আসিনি ;
আমি এসেছি , কবিদের সম্পর্কে জানতে
কবিদের থেকে কিছু শিখতে ;
কিছু জ্ঞান অর্জন করতে ।


আমি কবি নই -
আমি এসেছি , কবিদের কবিতা পড়তে
কবিদের সুখ- দু:খের কথা শুনতে ,
কিছু উৎসাহ দিতে আবার কিছু নিতে ।


আমি কবি নই -
আমি এসেছি , মনের-না বলা কথা বলতে
কবিদের সাথে চলতে ;
দিনকে রাত আবার রাতকে দিন করতে ।


আমি কবি নই -
আমি এসেছি , কবিদের মাঝে কবি খুঁজতে
অন্ধকার এবং আলোর পার্থক্য বুঝতে ;
ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে
সর্বাপরি , হৃদয়  দিয়ে কবিদের ভালো-বাসতে ।।


--------/-/-----


তারিখ :- ১৯ শে এপ্রিল , ২০১৭ !
          নিউকাসল ।