------------------///---


কি অন্যায় ছিল আমার ?
কি অপরাধ-ই বা করেছিলাম আমি ?
সুন্দর এ পৃথিবীতে অন্য সবার মতো ;
মায়ের কুলে সদ্য জন্মজাত্ -
একটি অনাথ শিশু আমি !


মা-আমাকে নিয়ে -
নতুন নতুন স্বপ্ন দেখতো ;
একদিন আমি বড় হবো !
চির উন্নত হবে শির ;
আমি হবো এক বীর !


ভাগ্যের নির্মম পরিহাস -
নিয়তির কাছে, হার মানতে হলো আমাকে!
হার মানতে হলো আমার মা-কে ও !


এ দুনিয়ার সাধ বুঝে ওঠার পূর্বেই
শিশুর নিরাপদ স্হান-মায়ের কুলে ;
মাতৃ-দুগ্ধ পানরত অবস্হাতেই
হায়েনাদের মরনাস্ত্রের বলিধান হই -
আমি এবং আমার মা-দু'জনেই !


আমাদের রক্তাক্ত , কত বিক্ষত লাশ নিয়ে-
সে দিন সিরিয়ার লক্ষ-লক্ষ নির-অপরাধ
মানুষ মিছিল করেছিল !
তা ফলাও করে বিভিন্ন মাধ্যমে
প্রচারিত হয়েছে !
এ সংবাদে বিশ্বের শান্তিকামী মানুষ-তাদের
চোখের জল আটকে রাখতে পারে-নি ;
এমনকি প্রানী কুলও !
আকাশ-বাতাস সে দিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল !
কি ছিলো-আমার অপরাধ ?
কি অন্যায় করেছিল , আমার মা ?
আমি তার বিচার চাই ?


আমি জানি , আমার মতো সিরিয়া সহ ;
বিশ্বের বিভিন্ন দেশে, লক্ষ-লক্ষ শিশুকে -
এভাবে জীবন দিতে হচ্ছে !
জীবন দিতে হচ্ছে পরিবারের সবাইকে !
লাশের গন্ধে-বাতাস ভারি হয়ে যাচ্ছে ;
জল শুন্য চক্ষু হতে-রক্ত প্রবাহিত হচ্ছে !
আর্তনাদে কাঁপছে পৃথিবী ।


কিন্তু , এর সমাপ্তি কোথায় ?
এ থেকে পরিত্রানের উপায়ও বা কি?
এতে আমাদের কি কোন দায়িত্ব-বোধ নেই?


এই মানুষ খেকোঁ-রক্ত খেকোঁ -
নর-পিশাচদের বিচার করবে কে ?


জানি , বিশ্বের মানবাধিকার সংস্হা -
বিভেকবান মানুষ ,কাহারো নিকট-এর
উত্তর পাওয়া যাবে না ? বা নেই ?


কিন্তু , সবাইকে একদিন বিচারের-
কাঠগড়ায় দাড়াতে হবে !
আর , সেই দিন, আমি বিচার-প্রাথী হবো-
মহান বিচারকের সম্মুখে !
বলবো আত্ব-চিৎকার দিয়ে -
আমার বিচার চাই !
আমি বিচার চাই !
বিচার চাই ।।


-----------//----------


তারিখ :- ১৩ ই মে ২০১৭ !
      নিউকাসল !!