---------------------//--


সময়ের সাথে যে-আমার আঁড়ি
  সব কিছুতে-সে শুধু ,করে তারা-তারি !
     কাজের কাজ হয়না কিছু ,শুধু খুঁজে
         হলো কেন আমার দেরি ?


আমি বলি ভাই , মানুষ যে আমি
   আমার যে শত - ব্যস্ততা ;
       বুঝতে নারাজ - দেখায় শুধু
          সবকিছুতেই তার অপারগতা !


বলুন'তো দেখি , তাকে আমি
    বন্দু কি করে রাখি ?
       তার মতো করে , চলে যে-সে
          আমাকে-দেয় শুধু ফাঁকি ।


অভিমানে তাই-মনে মনে ভাবি
    তোকে নাহি দিবো ছাড়ি ;
      তোর আগে-আগে , চলিবো আমি
          যেন,নাহি দিতে পাড়িস-পাঁড়ি ।


  সত্যি-সত্যি বন্ধু আমার
     ধরা দিলো অবশেষে
       কহিলো আমাতে রেখো তোর হাত
          চলিবো দু'জনে ভালোবেসে ।


অধ্যাবসায় সফলতার চাবিকাঠি
    বুঝে নিলাম তাই শেষে
       দু'জনে আমরা-এক সাথে চলি
           একে-অপরকে ভালো-বেসে।।


             ------------


    তারিখ :- ৫ ই এপ্রিল , ২০১৭ ।
             নিউকাসল ।